Gallery

যারা পরচুলা লাগায় ও পরুচুলা লাগিয়ে দেয় তাদের উপর আল্লাহ ও তাঁর রাসুলের লা’নতঃ

Screenshot_2.png

সৌন্দর্য বর্ধনের জন্য অথবা টাক ঢেকে রাখার জন্য অনেকেই পরচুলা ব্যাবহার করে থাকেন। বিশেষত, আমাদের দেশের অধিকাংশ নারীরা ফ্যাশনের উদ্যেশ্যে কৃত্রিম চুল ব্যবহার করেন। ইসলামে নারী-পুরুষ উভয়ের জন্য পরচুলা ব্যাবহার নিষিদ্ধ এবং এই সম্পর্কিত কয়েকটি হাদীস উল্লেখ করার চেষ্টা করছি ইন শা আল্লাহ।
পরচুলা ব্যবহারকারীর উপর আল্লাহ ও তাঁর রাসুলের লা’নতঃ
হাদীস নঃ ১ ইবন আবু শাইবাহ (রহঃ) আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘’আল্লাহ তায়ালা লা’নত করেন সে সব নারীদেরকে যারা নিজে পরচুলা লাগায় এবং যারা অন্যদেরকে তা লাগিয়ে দেয়, আর যারা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি আঁকে এবং অন্যকে এঁকে দেয়’’ বুখারী ৫৯৩৩
হাদীস নঃ ২ আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত।। তিনি বলেন কোনো এক আনসারী মহিলা তার মেয়েকে বিয়ে দিলেন। কিন্তু তার মাথার চুলগুলো উঠে যেতে লাগলো। এরপর সে নবী (সাঃ)-এর নিকট এসে এ ঘটনা বর্ণনা করে বলল, তার স্বামী আমাকে বলেছে যে, আমি যেন আমার মেয়ের মাথায় কৃত্রিম চুল লাগিয়ে দেই। তখন নবী (সাঃ) বললেনঃ না, তা করো না। কারন, আল্লাহ তায়ালা এ ধরনের মহিলাদের উপর লা’নত বর্ষণ করেন, যারা মাথায় কৃত্রিম চুল পরিধান করে’’ বুখারী ৫২০৫
হাদীস নঃ ৩ আসমা বিনতে আবু বকর (রাঃ) হতে বর্ণিত। এক মহিলা নবী (সাঃ)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল পড়ে গেছে। আমি তাকে বিয়ে দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগাব? নবী (সাঃ) বললেনঃ ‘’যে পরচুলা লাগিয়ে দেয় ও পরচুলা লাগিয়ে নেয় এমন নারীর উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন’’ ৫৯৪১; মুসলিম ৫৪৫৮-(১১৫/২১২২)
হাদীস নঃ ৪ আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। জনৈক আনসারী সাহাবী এক নারীকে বিয়ে করে। অতঃপর ঐ নারী রোগে আক্রান্ত হয়ে তাঁর সব চুল পড়ে যায়। লোকজন ঐ নারীকে পরচুলা লাগিয়ে দিতে ইচ্ছা করে। আর তাঁরা নবী (সাঃ)-এর কাছে গিয়ে এ সম্পর্কে জিজ্ঞাসা করে। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘’আল্লাহ লা’নত করেছেন ঐসব নারীকে যারা নিজেরা পরচুলা লাগায় এবং যারা অন্যদেরকে লাগিয়ে দেয়’’ বুখারী ৫৯৩৪
হাদীস নঃ ৫ ইবন উমার (রাঃ) হতে বর্ণিত। নবী (সাঃ) বলেছেনঃ ‘’আল্লাহ ঐ নারীর উপর লা’নত করেছেন, যে পরচুলা লাগায় আর অপরকে পরচুলা লাগিয়ে দেয়। আর যে নারী উল্কি অঙ্কন করে এবং যে তা করায় (তাদেরকেও লা’নত করেছেন)’’ বুখারী ৫৯৩৭
হাদীস নঃ ৬ আবদুল্লাহ ইবন উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ ‘’উল্কি অঙ্কনকারী, পরচুলা ব্যবহারকারী, পরচুলা লাগানোর পেশাধারী নারীকে নবী (সাঃ) লা’নত করেছেন’’ বুখারী ৫৯৪২
হাদীস নঃ ৭ আসমা বিনতে আবু বকর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যে মহিলা পরচুলা লাগায়, আর যে অপরকে পরচুলা লাগিয়ে দেয়, নবী (সাঃ) তাদের লা’নত করেছেন’’ বুখারী ৫৯৩৬
হাদীস নঃ ৮ আসমা বিনতে আবু বাকর (রাঃ) হতে বর্ণিত। এক মহিলা রাসুলুল্লাহ (সাঃ)-এর নিকট এসে বলল, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। এরপর সে রোগাক্রান্ত হয়, ফলে তাঁর মাথার চুল পড়ে যায়। তাঁর স্বামী এই কারনে তাঁকে তিরস্কার করে। আমি কি তাঁর মাথায় পরচুলা লাগিয়ে দিবো? তখন রাসুলুল্লাহ (সাঃ) যে পরচুলা লাগায় এবং যে তা অন্যকে লাগিয়ে দেয়, তাদের নিন্দা করলেন’’ বুখারী ৫৯৩৫
হাদীস নঃ ৯ ইবন উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ ‘’পরচুলা লাগিয়ে দেয়ার পেশাধারী নারী, যে নিজের মাথায় পরচুলা লাগায়, উল্কি অঙ্কনকারী নারী এবং যে অঙ্কন করে- আল্লাহর নবী (সাঃ) তাদের লা’নত করেছেন’’ বুখারী ৫৯৪০
পরচুলা ব্যবহার মিথ্যা ও প্রতারনা এবং ইয়াহুদী রীতি। বনী ইসরাইলগণ এই অভিশপ্ত রীতির কারনেই ধংসপ্রাপ্ত হয়েছেঃ
হাদীস নঃ ১০ হুমাইদ ইবন আবদুর রহমান ইবন আওফ (রহঃ) হতে বর্ণিত। তিনি মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান (রাঃ)-কে বলতে শুনেছেন যে, তাঁর হজ্জ পালনের বছর মিম্মরে নববীতে উপবিষ্ট অবস্থায় তাঁর দেহরক্ষীদের কাছ থেকে মহিলাদের একগুচ্ছ চুল নিজ হাতে নিয়ে তিনি বলেন, হে মদীনাবাসি! কোথায় তোমাদের আলিম সমাজ? আমি রাসুলুল্লাহ (সাঃ)-কে এরকম পরচুলা ব্যবহার করতে নিষেধ করতে শুনেছি। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘’বনী ইসরাইল তখনই ধ্বংস হয়েছে, যখন তাদের নারীরা এরুপ পরচুলা ব্যবহার করতে শুরু করে’’ বুখারী ৩৪৬৮, ৫৯৩২; মুসলিম ৫৪৭১-(১২২/২১২৭) অন্য বর্ণনায় আছেঃ এ কারনে বনী ইসরাইল সাজাপ্রাপ্ত হয়েছে’’ মুসলিম ৫৪৭২-(…/…)
হাদীস নঃ ১১ সাঈদ ইবন মুসাইয়েব (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুয়াবিয়া (রাঃ) যখন শেষবারের মতো মদীনায় আসেন, তখন তিনি আমাদের সামনে খুৎবা দেন। তিনি এক গোছা চুল বের করে বললে,। আমি ইয়াহুদী ছাড়া অন্য কাউকে এ জিনিস ব্যবহার করতে দেখিনি। নবী (সাঃ) এঁকে অর্থাৎ পরচুলা ব্যবহারক করাকে প্রতারনা বলেছেন’’ বুখারী ৩৪৮৮, ৫৯৩৮
হাদীস নঃ ১২ সাঈদ ইবন মুসাইয়েব (রহঃ) হতে বর্ণিত। মুয়াবিয়া (রাঃ) একদিন বললেন, তোমরা একটি নিকৃষ্ট বেশভূষা তৈরি করেছ। অথচ নবী (সাঃ) মিথ্যা বলতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, সে সময় একজন লোক একটি লাঠি নিয়ে আসলো যার মাথায় একটি কৃত্রিম চুলের খোপা ছিল। মুয়াবিয়া (রাঃ) বললেন, দেখো! এটাই মিথ্যা ও অলীক। বর্ণনাকারী কাতাদাহ (রহঃ) বলেন, অর্থাৎ মেয়েরা তাদের চুলের পরিমান যেসব গোছা দিয়ে বাড়িয়ে দেখায়’’ মুসলিম ৫৪৭৪-(১২৪/…)
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নিকৃষ্ট এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।

 

Leave a comment